উত্তরায় দুই রেষ্টুরেন্টকে জরিমানা

উত্তরায় দুই রেষ্টুরেন্টকে জরিমানা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

রাজধানীর উত্তরায় দুটি রেস্টুরেন্ট’কে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫), ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

মঙ্গলবার দুপুরে এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রজবী নাহার রজনী এ অভিযান পরিচালনা করেন।

এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল জানান-নিউ সোনারগাঁও রোড, সেক্টর-১২, ডিয়া বাড়ী, উত্তরা, ঢাকা’তে “নিউ স্বাদ রেস্তোরা” অস্বাস্থ্যকর পরিবেশ এবং ফ্রিজে বাসি খাবার রেখে পরিবেশন করায় ব্যবস্থাপক জোবায়ের মিয়া’কে ৩০ হাজার টাকা জরিমানা এবং “থার্ট স্কয়ার রেস্টুরেন্ট” ধার্য্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে খাবার বিক্রয় করায় ব্যবস্থাপক মহসিন আলম’কে ০৮ হাজার টাকা করে সর্বমোট ৩৮ হাজার টাকা করে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রজবী নাহার রজনী।

ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে বলে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল জানান।