উত্তরার কিশোর আদনান হত্যা মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে

উত্তরার কিশোর আদনান হত্যা মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে

শেয়ার করুন

17425015825760_1306937276028969_6211478368018092888_nনিজস্ব প্রতিবেদক :

উত্তরার কিশোর আদনান হত্যা মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে চারজন এজাহারভুক্ত আসামী বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১-টায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান উত্তরার উপ-পুলিশ কমিশনার বিধান ত্রিপুরা।

তিনি বলেন, এ মামলায় ইতোমধ্যে ৫ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মূলত নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে বিভিন্ন গ্রুপের সৃষ্টি, যারা ফেসবুকে বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে। তবে উত্তরা এলাকায় বড় কোন গ্যাং নেই বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা। তিনি জানান, ছোটখাট যে গ্রুপগুলো আছে, নজরদারির কারণে সেগুলোও নিষ্ক্রিয় হয়ে পড়েছে।