উত্তরখানে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

উত্তরখানে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর উত্তরখানে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম ডাবলু মোল্লা। তার শরীরের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিলো। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ-এ।

গত ১৩ অক্টোবর ভোরে উত্তরখান থানার ব্যাপারীপাড়া হেলাল মার্কেটের পাশে নিচতলা বাড়ির গ্যাস লিকেজ থেকে লাগা আগুলে একই পরিবারের আটজন দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ওইদিনই মারা যান আজিজুল ইসলাম ও তার স্ত্রী মোসলেমা বেগম।

পরে চিকিৎসাধীন অবস্থায় ১৪ অক্টোবর পরিবারের অপর সদস্য পূর্ণিমা ও ১৬ অক্টোবর সুফিয়া বেগম মারা যান। দগ্ধদের মধ্যে দুইজন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। গত মাসে এই পরিবারের সদস্যরা উত্তরখানের ওই বাসার নিচতলায় ওঠেন। তাদের বাড়ি পাবনার ভাঙ্গুড়া থানার রামকানা গ্রামে।