দুর্নীতির অভিযোগে তিতাসের ৫ কর্মকর্তাকে বরখাস্ত

দুর্নীতির অভিযোগে তিতাসের ৫ কর্মকর্তাকে বরখাস্ত

শেয়ার করুন

তিতাস-গ্যাস-ব্যবস্থাপকের-বিরুদ্ধে-দুদকের-অনুসন্ধান-2নিজস্ব প্রতিবেদক :

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৫ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিতাস গ্যাসের জনসংযোগ বিভাগ তেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে ৪ অক্টোবর তিতাসের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুর্নীতি দমন কমিশন ইমিগ্রেশন পুলিশের কাছে চিঠি পাঠিয়েছে। নিষেধাজ্ঞা প্রাপ্ত অন্যরা হলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর মসিউর রহমান, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের উপ-মহাব্যবস্থাপক এস এম আবদুল ওয়াদুদ, আবিডি-নারায়ণগঞ্জ শাখার মহা-ব্যবস্থাপক শফিকুর রহমান, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস শাখার ব্যবস্থাপক শাহজাদা ফরাজী ও সহকারী কর্মকর্তা আবু ছিদ্দিক তায়ানী।