ইউনেস্কোর স্বীকৃতি ইতিহাসের মাইলফলক: প্রধানমন্ত্রী

ইউনেস্কোর স্বীকৃতি ইতিহাসের মাইলফলক: প্রধানমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ইউনেস্কোর বিশ্ব আন্তর্জাতিক রেজিস্ট্রার স্মারকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্তিকে ইতিহাসের মাইলফলক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে ৩০ অক্টোবর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে অন্তর্ভুক্তির সিদ্ধান্তের কথা জানায়। এই স্বীকৃতির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিবৃতিকে গভীর সন্তোষ প্রকাশ করে বলেছেন, এই স্বীকৃতি বাঙালি জাতি এবং বাংলা ভাষার জন্য বিশাল গৌরব।

ইউনেস্কো এবং এর মহাসচিব ইরিনা বোকোভাসহ সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ এবং বাঙালি জাতির পক্ষ থেকে, আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিবৃতিতে তিনি আরো বলেন, বাঙালির বীরত্বপূর্ণ সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধে জাতির পিতার এই ভাষণের দিক-নির্দেশনাই ছিল সে সময়ের বজ্রকঠিন জাতীয় ঐক্যের মূলমন্ত্র। যার আবেদন আজও অম্লান। প্রতিনিয়ত এ ভাষণ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছে এবং অনাদিকাল ধরে অনুপ্রাণিত করে যাবে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ।