আ. লীগের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন শুরু

আ. লীগের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন শুরু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ২০ তম ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন শুরু হয়েছে।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দলীয় পতাকা উত্তোলন করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

সম্মেলন উপলক্ষে সকাল থেকেই কাউন্সিলর, ডেলিগেট আর দেশি-বিদেশী আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান ছিল মুখরিত। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার এই শ্লোগান নিয়ে এবারের কাউন্সিলে ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলরের অংশ নেয়ার কথা রয়েছে।

মূল মঞ্চটি দৃষ্টিনন্দন নৌকা আকৃতির ১৬৫ ফুট দৈর্ঘ্য ও ৬৫ ফুট প্রস্থের। সম্মেলনের উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশেপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বিভিন্ন সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। এর আগে আওয়ামী লীগের ১৯তম জাতীয় সম্মেলন হয়েছিল ২০১২ সালের ২৯ ডিসেম্বর।