আপন জুয়েলার্সের ৫ শোরুমে অভিযান, একটি বন্ধ

আপন জুয়েলার্সের ৫ শোরুমে অভিযান, একটি বন্ধ

শেয়ার করুন

Captureনিজস্ব প্রতিবেদক :

বনানীতে দুই ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী সাফাতের বাবা দিলদার আহমেদের ব্যবসা প্রতিষ্ঠান আপন জুয়েলার্সের একটি শোরুম বন্ধ করে দিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এছাড়া দিলদার আহমদের অবৈধ সম্পদের খোঁজে প্রতিষ্ঠানটির আরো চারটি বিক্রয়কেন্দ্রে অভিযান চালানো হয়।

বেলা সোয়া ১২টার দিকে গুলশানের সুবাস্তু টাওয়ারের শোরুমটি বন্ধ করে দেওয়া হয়। এর আগে সকাল ১১টায় আপন জুয়েলার্সের মৌচাক, উত্তরা, জিগাতলার সীমান্ত স্কোয়্যার এবং গুলশানের দু’টি বিক্রয়কেন্দ্রে একযোগে অভিযান শুরু হয়।

ঢাকা উত্তর ও দক্ষিণ শাখার ভ্যাট কর্মকর্তারা ছাড়াও র‍্যাব এসব অভিযানে যুক্ত হয়। দিলদার আহমেদের নামে দেশে-বিদেশে যাবতীয় লেনদেনের হিসাব চেয়ে, বাংলাদেশ ব্যাংককে গত বৃহস্পতিবার চিঠি দিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আপন জুয়েলার্স পরিবারের বিরুদ্ধে সোনা চোরাচালানের অভিযোগ থাকায়, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে তদন্ত চালাচ্ছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।