জকোভিচকে হারিয়ে মাদ্রিদ ওপেনের ফাইনালে নাদাল

জকোভিচকে হারিয়ে মাদ্রিদ ওপেনের ফাইনালে নাদাল

শেয়ার করুন

c7559f934c7945849f792c2f4588057eস্পোর্টস ডেস্ক :

মাদ্রিদ ওপেনের ফাইনালে উঠেছেন সাবেক নাম্বার ওয়ান রাফায়েল নাদাল। শনিবার সেমিফাইনালে তিনি হারান নোভাক জকোভিচকে। এই জয়ে ফ্রেঞ্চ ওপেনের আগে নিজের প্রস্তুতিটা ভালভাবেই সেরে নিলেন নাদাল।

জকোভিচের বিপক্ষে সবশেষ ৭ ম্যাচে জয় পাননি নাদাল। সময়ের হিসেবে যা প্রায় তিন বছর। ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেনে শেষবার জিতেছিলেন রাফা।
সেই আক্ষেপ ঘোচানোর মিশনে মাদ্রিদ ওপেনের সেমিতে সাবেক নম্বর ওয়ান তারকা নোভাক জোকোভিচের মুখোমুখি হন নাদাল।পরিসংখ্যানে যা নাদাল-জোকোভিচের ৫০তম দ্বৈরথ।

প্রথম সেট থেকেই প্রাধান্য দেখান স্প্যানিশ তারকা নাদাল।খুব সহজেই ৬-২ গেমে সেটও জিতে নেন তিনি। পরের সেটে অবশ্য সামান্য প্রতিরোধ গড়ে তোলেন জকোভিচ। কিন্তু নাদালের গতির কাছে শেষ পর্যন্ত পেরে উঠেননি তিনি। সেট হারেন ৬-৪ গেমে।পাশাপাশি টানা তিন বছর নাদালের কাছে পরাজরের তিক্ত স্বাদ পেলেন জকো।

অন্যদিকে, তিন বছর পর জকোভিচকে হারিয়ে আনন্দটা তাই বাধ ভাঙ্গা রাফায়েল নাদালের।ফাইনালে তার প্রতিপক্ষ ডমিনিক থিয়েম।