আদিবাসীদের এখনও মেলেনি সাংবিধানিক স্বীকৃতি

আদিবাসীদের এখনও মেলেনি সাংবিধানিক স্বীকৃতি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস।  নানা সমস্যায় জর্জরিত এদেশের ৩০ লাখ আদিবাসীর জীবন। আদিবাসীরা অন্য জনগোষ্ঠীর মতোই এ দেশের নাগরিক।

স্বাধীনতার এত বছর পরেও এদেশের পিছিয়ে পড়া আদিবাসীদের মেলেনি সাংবিধানিক স্বীকৃতি। দেশের সর্বোচ্চ আদালতে তাদের স্বাতন্ত্র্যের স্বীকৃতি আছে কিন্তু নেই দেশের সংবিধানে।

রাঙ্গামাটি চাকমা সার্কেল চীফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন, সরকার আন্তরিক নয় বলেই সাংবিধানিক স্বীকৃতি মিলছে না।

807340fda4184f538bdc548288879abb_2_147688923

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে বাস করে চাক আদিবাসীরা। নানা সমস্যায় জর্জরিত তাদের জীবন। নির্বিচারে বনাঞ্চল উজাড় এবং রাবার চাষের নামে পাহাড়ি ভূমি দখলের কারণে হুমকির মুখে এখন তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যের জীবনযাত্রা।

খাগড়াছড়ির ধইল্যা, কাপপাড়া ও আশপাশের গ্রামগুলোতে বসবাসকারী ত্রিপুরা ও চাকমা জনগোষ্ঠির আদিবাসীরাও মানবেতর জীবন যাপন করছে। এসব গ্রামে স্কুল নেই বলে অনেক শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত। প্রায় দেড় কিলোমিটার দূরে আলুটিলার রিছাং ঝর্না থেকে পানি সংগ্রহ করতে কষ্টের সীমা থাকেনা তাদের। সরকারি কর্মকর্তা দূরে থাকুক দূর্গম এলাকা হওয়ায় খোঁজ নিতে আসেননা জনপ্রতিনিধিরাও।

সাংবিধানিক স্বীকৃতি, ভূমি সঙ্কটের সমাধানসহ জীবনমান উন্নয়নের দাবি বঞ্চিত এই জনগোষ্ঠীগুলোর।