১শ’ মিটার ব্যাকস্ট্রোকে মারফির রেকর্ড

১শ’ মিটার ব্যাকস্ট্রোকে মারফির রেকর্ড

শেয়ার করুন

olympics-rio-swimming-m-100mback

স্পোর্টস ডেস্ক:

রিও অলিম্পিকে ছেলেদের ১শ মিটার ব্যাকস্ট্রোকে অলিম্পিক রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের রায়ান মারফি। আর ছেলেদের ২শ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছেন চীনের সান ইয়াং। এদিকে, মেয়েদের ১শ মিটার ব্যাকস্ট্রোকে সেরা হয়েছেন হাঙ্গেরির ক্যাতিনকা হজ্জু।

ছেলেদের ১শ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ জিততে মারফি সময় নেন ৫১দশকিম ৯ সাত সেকেন্ড। ২০১২ লন্ডন অলিম্পিকে ম্যাথিউ গ্রিভার্স ৫২ দশমিক এক ছয় সেকেন্ড সময় নিয়ে রেকর্ড করেছিলেন। গ্রিভার্সের করা সেই রেকর্ড রিও অলিম্পিকে ভাঙলেন তারই স্বদেশী মারফি।

রুপা পাওয়া চীনের জিয়াউ জু ৫২দশমিক তিন ১ সেকন্ডে সময় নেন। ৫২দশমিক ৪ শুন্য সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন ডেভিড ফ্লুমার।

f04da2db1484117ed86029

এদিকে ১ মিনিট ৪৪ দশমিক ছয় ৫ সেকেন্ড সময়ে ছেলেদের ২শ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছেন চীনের সান ইয়াং। এই ইভেন্ট দ্বিতীয় হয়েছেন দক্ষিণ আফ্রিকার লি ক্লোস। ব্রোঞ্জ পেয়েছেন যুক্তরাষ্ট্রের কোনর।

মেয়েদের ১শ মিটার ব্যাকস্ট্রোকে সেরা হয়েছেন হাঙ্গেরির ক্যাতিনকা হজ্জু। স্বর্ণ জিততে তিনি সময় নেন ৫৮ দশমিক চার ৫ সেকেন্ড।