আদালতে নেয়া হয়েছে ব্যারিস্টার মইনুলকে

আদালতে নেয়া হয়েছে ব্যারিস্টার মইনুলকে

শেয়ার করুন

moinul-20181020155047নিজস্ব প্রতিবেদক :

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে নেওয়া হয়েছে। দুপুরের দিকে তাকে আদালতে আনা হয়।

রংপুরে করা মানহানির এক মামলায় সোমবার রাতে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে রাখা হয়। টক শোতে নারীর প্রতি বিদ্বেষপূর্ণ মন্তব্য করার অভিযোগে গতকাল রংপুর মুখ্য মহানগর হাকিমের আদালতে মিলি মায়া বেগম নামের এক নারী মানহানির মামলা করেন।

ওই মামলায় বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। ১৬ অক্টোবর একটি বেসরকারি  টেলিভিশনের টক শোতে আলোচকদের একজন ছিলেন মাসুদা ভাট্টি। একপর্যায়ে লাইভে যুক্ত হন আইনজীবী মইনুল হোসেন। এ সময় এক প্রশ্নের জবাবে মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন ব্যারিস্টার মইনুল।