আজিমপুরের ৩ নারী ‘জঙ্গি’ ৭ দিনের রিমান্ডে

আজিমপুরের ৩ নারী ‘জঙ্গি’ ৭ দিনের রিমান্ডে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

এক মাস আগে ঢাকার আজিমপুরের জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানে আহত অবস্থায় গ্রেপ্তার তিন নারীর প্রত্যেককে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজিমপুরে অভিযান
সাম্প্রতিক ছবি

রোববার ওই তিন নারীকে আদালতে পাঠিয়ে প্রত‌্যেককে দশ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ।

এই তিনজন হলেন- আজিমপুরের অভিযানে নিহত নব‌্য জেএমবি নেতা তানভীর কাদেরীর স্ত্রী আবেদাতুল ফাতেমা ওরফে খাদিজা, গুলশান হামলায় জড়িত নুরুল ইসলাম মারজানের স্ত্রী আফরিন ওরফে প্রিয়তি এবং আরেক জেএমবি নেতা বাসারুজ্জামান ওরফে চকলেটের স্ত্রী শারমিন ওরফে শায়লা আফরিন।

স্বামীদের পথ ধরে ওই তিন নারীও জঙ্গিবাদে জাড়িয়েছেন বলে পুলিশের ভাষ‌্য। গত ১০ সেপ্টেম্বর রাতে ঢাকার আজিমপুরে বিজিবির ২ নম্বর গেটের পাশে এক বাড়িতে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। অভিযান শেষে ওই বাড়ি থেকে তানভীর কাদেরীর লাশ উদ্ধার করা হয়। তিন শিশুকে উদ্ধার করার পাশাপাশি আহত অবস্থায় আটক করা হয় তিন নারীকে।
এই তিন নারী ৮ অক্টোবর পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।