অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি সংসদে

অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি সংসদে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগের দাবি তুললেন জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়াউদ্দিন বাবলু।

মঙ্গলবার ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। সেইসাথে অর্থমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন হিসেবে দুই হাজার কোটি টাকা বরাদ্দ প্রস্তাবের কঠোর সমালোচনা করে তিনি বলেন ট্যাক্সের টাকা দিয়ে লুটের টাকার ঘাটতি পূরণের কোনো অধিকার নেই অর্থমন্ত্রীর। ব্যাংক খাতে ব্যাপক লুটপাটের অভিযোগ এনে বলেন ব্যাংকগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসা হয়েছে।

খেলাপি ঋণ ১ লাখ ১৬ হাজার কোটি টাকা। এ ঋণ আদায় হলে ভ্যাট বাড়ানোর প্রয়োজন হবে না বলে মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী মিথ্যার বেসাতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন বলেও অভিযোগ করেন তিনি।