রাজধানীতে আরও ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি কলেজ হচ্ছে

রাজধানীতে আরও ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি কলেজ হচ্ছে

শেয়ার করুন

image-073

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে আরও ১১টি সরকারী মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক বা একনেকে  ২৯৩ কোটি টাকার এই প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে।

ঢাকায় মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান চাহিদা মেটাতেই  এই প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এই প্রকল্পটিসহ আরো সাতটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এতে মোট ব্যয় হবে এক হাজার চারশো আটাশি কোটি ১৪ লাখ টাকা।

এরমধ্যে মুন্সিগঞ্জ, ফরিদপুর, চাঁদপুর,সিরাজগঞ্জ এবং বাগেরহাটে মোট পাঁচটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন প্রকল্পটিও রয়েছে। সবগুলো প্রকল্পই বাস্তবায়ন করা হবে সরকারী অর্থায়নে। বৈঠক শেষে এসব তথ্য জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান