বৃদ্ধ না হওয়ার ওষুধ আবিষ্কার!

বৃদ্ধ না হওয়ার ওষুধ আবিষ্কার!

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বয়স বাড়ার সাথে সাথে মানুষের শরীর নিঃশেষ হতে শুরু করে। পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এক প্রোটিন দিয়ে বৃটিশ গবেষকরা এমন এক মেডিসিন আবিষ্কার করেন যার মাধ্যমে বয়োবৃদ্ধ হবার গতি কমানো সম্ভব। এমনকি এটির সাহায্যে বৃদ্ধ হবার গতি প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছেন তারা।

ageing-editedমেডিসিনটি আবিষ্কার করেছেন নটিংহাম উনিভারসিটির গবেষকরা। প্রোটিনটি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানব দেহের ‘আলজহেইমার’ নামক রোগের ঝুঁকি কমায়।

বয়সের সঙ্গে আমাদের শরীরের টিস্যুসমুহ এবং কার্যক্রম ব্যহত হয়। যার ফলে ৫০-৬০ বছরের মধ্যে মাংসপিণ্ডগুলো সংকুচিত
হওয়া সুরু করে। সৃতিশক্তি হ্রাস পাওয়ার অন্যতম কারণ হল বয়স বৃদ্ধি।

বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন বিভাগের প্রভাষক ডা. লিসা চক্রবর্তী বলেন, আমরা সত্যিই অবাক হয়েছি, কারণ এই প্রটিন আমাদের আসানুরুপ কাজ করছে। আমাদের অনুমানভিত্তিক গবেষণা সফল হয়েছে।