সুশান্ত পালের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

সুশান্ত পালের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

শেয়ার করুন

index

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিযে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় ৩০তম বিসিএসের মাধ্যমে কাস্টমস ক্যাডারে যোগ দেওয়া সরকারি কর্মকর্তা সুশান্ত পালের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার বৃহস্পতিবার শাহবাগ থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলাটি করেন বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোতাকাব্বির খান প্রবাস।

মামলায় বলা হয় সুসান্ত পাল ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ লেখা প্রকাশ করেছেন।

14708367_1385037401521469_2480101650815938068_nমামলার বাদি মোতাকাব্বির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আর বাংলাদেশের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুশান্ত পাল এই বিশ্ববিদ্যালয়কে ছোট করতে পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট লেখা লিখেছেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও কুরুচিপূর্ণ প্রচারণা যেন কেউ চালাতে না পারে, সে কারণেই এ মামলা।

14720523_1385036481521561_9084198299486128900_nকিছুদিন আগে সুসান্ত পাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে কিছু আপত্তিকর কথা বলেন। এখানে আদিম বর্বরতা চলে, অতিথি কক্ষে র‌্যাগিং হয়। এগুলা ছাপার অযোগ্য ভাষায় কিছু মন্তব্য করেন। এছাড়া ছাত্রীদের নিয়ের আপত্তিকর কিছু মন্তব্য করেন।

এর পর এ নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে ক্ষোভে ফেটে পরে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে জনপ্রিয় ফেসবুক পেজ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’ এ সবাই প্রতিকৃয়া দেখায়।

ফেসবুকে সুসান্ত পালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ৈ অবাঞ্চিত ঘোষনার দাবি জানানো হয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত রোববার প্রতিবাদ ও মানববন্ধন করেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।

পরে শিক্ষার্থীরা একমত হয়ে বিশ্ববিদ্যালয়কে জানিয়ে শাহবাগ থানায় মামলা করে। মামলার কথা স্বীকার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, সুশান্ত পালের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে ৫৭ ধারায় মামলা হয়েছে। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।