‘লাভ’ নিয়ে কোর্স চালু নিউইয়র্ক ইউনিভার্সিটিতে!

‘লাভ’ নিয়ে কোর্স চালু নিউইয়র্ক ইউনিভার্সিটিতে!

শেয়ার করুন

636011058568339433335424522_firstlove-flowersএটিএন টাইমস ডেস্ক:

আপনি প্রেমে পড়েছেন, কিন্ত কি করবেন ভেবে পাচ্ছেন না, করবেন ই বা কিভাবে প্রেম সম্পর্কে আপনার যে কোনো আইডিয়া ই নেই!। এ প্রেম নিয়ে আপনাকে সহযোগিতা করবে ডক্টর মেগান পাই’র ‘লাভ ক্লাস’। ও হ্যাঁ, আপনি এটা বাস্তবেই পড়ছেন।

ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের সূত্রানুযায়ী, ডক্টর মেগান পাই নিউইয়র্ক ইউনিভার্সিটিতে আন্ডারগ্রেজুয়েট শিক্ষার্থীদের জন্য ‘লাভ’ নিয়ে একটি কোর্স চালু করেন। এ কোর্সটি ডিজাইন করেন ডক্টর মেগান নিজেই।

অবিশ্বাস্য হলেও সত্যি, এ কোর্স ব্যাপক সাড়া ফেলেছে শিক্ষার্থীদের মাঝে। মাত্র দুই বছরে এ কোর্সের স্টুডেন্ট সংখ্যা তিন গুনে রূপান্তরিত হয়েছে। এ কোর্সের ক্লাসকে ‘লাভ অ্যাকচুয়ালি’ নামে ডাকা হয়। প্রথম সেমিস্টারে পড়ানো হয় ভালবাসা নিয়ে মানুষের অভিজ্ঞতা নিয়ে।

কিভাবে এরকম অভিনব কোর্স চালু করার সিদ্ধান্ত নিলেন এমন প্রশ্নে ডক্টর মেগান ব্যাখ্যা করেন, ‘ আমি লাভ এবং ইন্টেমিসি নিয়ে একটি লেকচার দিয়েছিলাম, এরপর কিছু ছাত্র এসে আমাকে বলে এ নিয়ে একটি কোর্স চালু করলে ভাল হয়। তাদের আগ্রহের ভিত্তিতেই মূলত এ কোর্স চালু করার সাহস পাই’।