নির্মাণের পরও চালু হয়নি ফরিদপুরের সালথা উপজেলা হাসপাতাল

নির্মাণের পরও চালু হয়নি ফরিদপুরের সালথা উপজেলা হাসপাতাল

শেয়ার করুন

ফরিদপুর প্রতিনিধি :

নির্মাণের দেড় বছর পেরিয়ে গেলেও, চালু হয়নি ফরিদপুরের সালথা উপজেলায় ৫০ শয্যা হাসপাতাল। অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে ভবনগুলো। বর্ষা মৌসুমে পুরো অবকাঠামোই পড়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়।

ফরিদপুরের সালথা উপজেলার প্রায় দেড় লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য, ২০১২ সালে স্থাপন করা হয় হাসপাতালটির ভিত্তিপ্রস্তর। ৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালের অধিকাংশ কাজ শেষ হয়, ২০১৬ সালে। অথচ উদ্বোধন হয়নি বলে, আজও চালু হয়নি হাসপাতালটি। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এ এলাকার মানুষ। ভবনগুলোও ক্রমে জরাজীর্ণ হয়ে পড়ছে। নির্মাণে নানা অনিয়মের অভিযোগ রয়েছে এলাকাবাসীর।

প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে হাসপাতালটি। অথচ দেখভালের অভাবে এরই মধ্যে ভবনের অনেক কিছুই চুরি হয়ে গেছে। সীমানা প্রাচীর না থাকায়, মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে হাসপাতাল কম্পাউন্ড।

এসব উদ্বেগ ও অভিযোগের তেমন কোনো সদুত্তর নেই জেলার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তার কাছেও।