চাঁদপুরের হাইমচরে টেলিমেডিসিন স্বাস্থ্যসেবা

চাঁদপুরের হাইমচরে টেলিমেডিসিন স্বাস্থ্যসেবা

শেয়ার করুন

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরের হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে জনপ্রিয় হয়ে উঠছে টেলিমেডিসিন স্বাস্থ্যসেবা।

চাঁদপুরের প্রত্যন্ত অঞ্চলের সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোয় বিশেষজ্ঞ কোনো চিকিৎসক নেই। ফলে রোগীরা প্রয়োজনীয় সেবা পায় না। দরিদ্র ও দুর্গম এলাকা হওয়ায় অনেকের পক্ষে, উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর বা ঢাকায় যাওয়াও সম্ভব হয়ে উঠে না।

বর্তমানে চাঁদপুরের হাইমচরে চালু হয়েছে টেলিমেডিসিন সেবা। রোগীরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে চিকিৎসা সুবিধা পাচ্ছেন। বিশেষ করে নারী ও শিশুরা বেশি বেশি উপকার পাচ্ছে এ পদ্ধতির মাধ্যমে। বাকি ৬টি উপজেলাতেও টেলিমেডিসিন চিকিৎসাসেবা চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো. সাইদুজ্জামান।