জেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী যেন এক টুকরো চিড়িয়াখানা

জেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী যেন এক টুকরো চিড়িয়াখানা

শেয়ার করুন

Screenshot (63)ছবি- এটিএন টাইমস
।। শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধি।।
গরু-ছাগল-ভেড়াতো রয়েছেই। এগুলোর সঙ্গে কোয়েল, নানা জাতের দেশি-বিদেশি
মোরগ-মুরগি, হাঁসসহ গৃহপালিত নানা ধরণের পশুপাখির উপস্থিতিতে মুখরিত
হয়ে উঠে কিশোরগঞ্জের করিমগঞ্জের প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ। আর এগুলো দেখতেও
নারী-পুরুষ-শিশুসহ আগ্রহীদের ছিল উপচে পড়া ভিড়। সব মিলিয়ে এক উৎসবমুখর
পরিবেশ।
আজ শনিবার করিমগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের
ব্যবস্থাপনায় প্রাণিসম্পদ প্রদর্শনীতে এভাবে দলে দলে লোকজন ভিড় করে সেখানে।
যেন চিড়িয়াখানার জীবজন্তু দেখার আনন্দ। বিশেষ করে শিশুদের উপস্থিতি ছিল
চোখে পড়ার মতো।
সকাল থেকে প্রদর্শনী শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টিবাদলের কারণে এটি শুরু হয়
দুপুরের পরে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ
অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ
প্রদর্শনী দর্শনার্থীদের জন্য সরাদিন খোলা রাখা হবে।

Screenshot (65)প্রদর্শনী উদ্বোধনের পর করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু
রিয়াদের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা
চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান আওলাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল
হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমানউল্লাহ দরজি, বীর মুক্তিযোদ্ধা
মোহাম্মদ ইকবাল, উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব মতিউর রহান ভূঁইয়া,
প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা ভাইস
চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখে, উপজেলা
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ্র বনিক।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার বাণিজ্যিক ও শৈখিন খামারিদের ৩৮টি স্টল
ছিল। যেখানে গরু-ছাগল-ভেড়াসহ বিভিন্ন ধরণের পশুপাখি রাখা হয়। এবারের
প্রদর্শনীর ¯েøাগান ছিল-‘পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ
প্রদর্শনীর আয়োজন’।
প্রদর্শনীর আয়োজন সম্পর্কে করিমগঞ্জের ইউএনও মো. আবু রিয়াদ বলেন,
উপজেলার ঘরে ঘরে এখন গরু-ছাগল, হাঁস-মুরগিসহ নানা ধরণের খামার গড়ে উঠেছে।

Screenshot (64) এসব করে লোকজনের আয়-রোজগার বাড়ছে। এ বিষয়টি আরো
ব্যাপকভাবে ছড়িয়ে দিতেই মূলত আজকের এ প্রদর্শনী। লোকজন যেন আরো
উন্নত জাতের গৃহপালিত প্রাণি লালন-পালন করে, তাছাড়া এগুলোর পরিচর্চা এবং
অসুখ-বিসুখে করণীয় সম্পর্কেও সচেতনতা বাড়ানোও প্রদর্শনীর আরেকটি লক্ষ্য।
উপজেলা চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান আওলাদ বলেন, খামার করতে গিয়ে
আগ্রহীদের যে কোনে ধরণের সহযোগিতা দরকার-তার সবই দিতে প্রস্তুত রয়েছে
উপজেলা পরিষদ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ্র বনিক বলেন, প্রাণিসম্পদ
প্রদর্শনী দেখতে মানুষের আগ্রহ দেখে আমি অভিভূত হয়েছি। অনেক এরই মধ্যে
নতুন করে খামার করার ইচ্ছার কথা জানিয়েছে। আমাদের পক্ষ থেকে সম্ভব সব ধরণের
সহযোগিতা দেওয়া হবে। তিনি আরো বলেন, বর্তমানে উপজেলা অনেক পরিবার
রয়েছে, যারা বিভিন্ন ধরণের খামার করে নিজেদের সংসার চালাচ্ছে, স্বাবলম্বী
হয়েছে।