সুষ্ঠ নির্বাচনের পথে বাঁধা মানি ও মাসল পাওয়ার

সুষ্ঠ নির্বাচনের পথে বাঁধা মানি ও মাসল পাওয়ার

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

মানি ও মাসল পাওয়ার নিয়ন্ত্রন করতে পারলে সুষ্ঠ নির্বাচন করা সম্ভব । আওয়ামী লীগ- বিএনপি, দু দলের নেতারাই এ মত দিয়েছেন। গুলশানের একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত যুব নেতৃত্ব ও অংশগ্রহনমূল নির্বাচন শীর্ষক সেমিনারে এমন মতামত দেন তারা।

সেমিনারে বিএনপি নেতা আব্দুল মঈন খান প্রশ্ন রেখে বলেন, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব কমিশনের হলেও কিভাবে সরকার সুষ্ঠ নির্বাচনের কথা বলে? জবাবে, প্রধানমন্ত্রী উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, একা নির্বাচন কমিশনের পক্ষে সব করা সম্ভব নয়।

কমিশন সরকারের সহযোগিতা নিয়ে-ই কাজ করে। তবে, সরকার কোনভাবেই নির্বাচনকে প্রভাবিত করবে না বলে আশ্বস্ত করেন তিনি। এছাড়া, দু দলের অন্য নেতারা, রাজনৈতিক সহনশীলতা এবং তরুন নেতৃত্বের উপর জোর দেন।