সীমিত ফেরি চলাচল ও ঘনকুয়াশা: পাটুরিয়া ঘাটে যানজট কাটছেই না

সীমিত ফেরি চলাচল ও ঘনকুয়াশা: পাটুরিয়া ঘাটে যানজট কাটছেই না

শেয়ার করুন

Manikganj ferryghat

মানিকগঞ্জ প্রতিনিধি ।।

শিমুলিয়াবাংলাবাজার এবং মাওয়াকঁঠালবাড়ী নৌরুটে বেশ কিছু দিন যাবত সীমিত আকারে  ফেরি চলাচল করায়  পাটুরিয়া ঘাটে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। এতে  পাটুরিয়া ঘাটে প্রায়ই সৃষ্টি হচ্ছে  যানজট।, ভোগান্তিতে পড়ছেন পাটুরিয়াদৌলতদিয়া নৌরুট ব্যবহারকারী যানবাহন শ্রমিক দক্ষিণপশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা  

এছাড়াও এই নৌরুটে রয়েছে সচল ফেরি স্বল্পতা। এই নৌরুটে  ফেরি বহরে ছোটবড় ২০টি ফেরির মধ্যে ৪টি রো রো ফেরি বেশ কিছু দিন যাবত মেরামতের জন্য নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়েছে।

বর্তমানে ১৬ টি ফেরি (৮টি রো রো ফেরি, ২টি কেটাইপ ফেরি   টি ইউটিলিটি ফেরি) দিয়ে চলছে যাত্রী পরিবহণ পারাপার। তাই পাটুরিয়া প্রান্তে পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক যানবাহন।  

বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানিয়েছেন, ঘনকুয়াশা সীীমত আকারে ফেরি চলাচল করায় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তারা।