শীর্ষে জার্মানি সাত ধাপ পিছিয়েছে বাংলাদেশ

শীর্ষে জার্মানি সাত ধাপ পিছিয়েছে বাংলাদেশ

শেয়ার করুন

Germany players pose for team photo prior to Euro 2016 qualification soccer match against Georgia in Leipzigডেস্ক রিপোর্ট:

ব্রাজিলকে সরিয়ে শীর্ষে জায়গা করে নিলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। তবে সাত ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের। বিশ্বকাপ বাছাইয়ে টানা আট ম্যাচে জয় নিয়ে মুল পর্ব নিশ্চিত করেছে জার্মানি।

ফলে ১৬০৬ রেটিং পয়েন্ট নিয়ে ব্রাজিলকে হটিয়ে ফিফা ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান পুনরুদ্বার করেছে জার্মানরা। তাদের থেকে  ১৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেলেকাওরা।

ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করা বেলজিয়াম চার ধাপ এগিয়ে শীর্ষ পাঁচে উঠে এসেছে। আর তিন ধাপ এগিয়েছে পর্তুগাল। এদিকে বাছাই পর্বে ঝুলে থাকা আর্জেন্টিনা এক ধাপ অবনমন হয়েছে।

পোল্যান্ড এক ধাপ পিছিয়ে  ছয়ে ও সুইজারল্যান্ড তিন ধাপ পিছিয়ে সাতে নেমে গেছে। এদিকে ফ্রান্স, চিলি ও কলম্বিয়ার দুই ধাপ করে উন্নতি হলেও সাত ধাপ পিছিয়ে ১৯৬ স্থানে আছে বাংলাদেশ।