লেকহেড স্কুল বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

লেকহেড স্কুল বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

ধানমন্ডি ও গুলশানের দুটি শাখাসহ লেকহেড গ্রামার স্কুলের সব শিক্ষা কার্যক্রম বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে শিক্ষা মন্ত্রণালয় থেকে বন্ধ করে দেওয়ার আদেশ স্থগিত চাওয়া হয়েছে।

সকালে ওই প্রতিষ্ঠানের মালিক ও ১২ জন শিক্ষার্থীর অভিভাবকের পক্ষে ব্যারিস্টার রাসনা ইমাম রিটটি দায়ের করেন।

দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। গত ৬ নভেম্বর ধানমন্ডি ও গুলশানের দুটি শাখাসহ লেকহেড স্কুলের সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

ঢাকা জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া ঐ চিঠিতে বলা হয়, সরকারের অনুমোদনবিহীন এই প্রতিষ্ঠানটি জঙ্গিবাদে পৃষ্ঠপোষকতা, ধর্মীয় উগ্রবাদী সংগঠন সৃষ্টি ও জঙ্গি কার্যক্রমের পৃষ্ঠপোষকতাসহ স্বাধীনতার চেতনাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত।