চার প্রকল্পের উদ্বোধন করলেন হাসিনা-মোদি

চার প্রকল্পের উদ্বোধন করলেন হাসিনা-মোদি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

ভারতের অর্থায়নে ঋণ সহায়তায় বাস্তবায়ন হওয়া দুটি প্রকল্পসহ মোট চার প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস রেল সেতুর উদ্বোধন করেন তাঁরা।

এসময় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মুখার্জিও ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন।

এ দুটি সেতু উদ্বোধনের ফলে ডাবল লাইনে ক্রসিং ছাড়াই ট্রেন চলাচলের পাশাপাশি পণ্য পরিবহনের সময় ও ভোগান্তি কমবে। এছাড়াও মৈত্রী এক্সপ্রেসের ঢাকা-কলকাতা কাস্টমস ও ইমিগ্রেশন স্টেশন এবং খুলনা ও কলকাতার মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করা হয়। ঢাকা-কলকাতায় ইমিগ্রেশন হলে যাত্রার সময় আড়াই ঘণ্টা কমে আসবে।