রোহিঙ্গাদের জন্য আরও এক হাজার একর জায়গা বরাদ্ধ

রোহিঙ্গাদের জন্য আরও এক হাজার একর জায়গা বরাদ্ধ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য নতুন করে আরো এক হাজার একর জায়গা দেয়া হচ্ছে কক্সবাজারের উখিয়ায়। এ নিয়ে মোট ৩ হাজার একর জায়গা বরাদ্দ দেয়া হলো রোহিঙ্গা শরনার্থীদের জন্য।

মিয়ানমারের রাখাইনে চলমান সহিংসতায় এ পর্যন্ত ৫ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এসব রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়ার কুতুপালং, বালুখালি ও টেকনাফের লেদা শরনার্থী শিবিরে অবস্থান করছে। আরো বেশ কিছু রোহিঙ্গা অবস্থান নিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে।

অন্যদিকে বান্দরবান সীমান্তে অবস্থানকারী নতুন করে আরো ১৭ হাজার রোহিঙ্গাদের নিয়ে যাওয়া হচ্ছে উখিয়ার শরনার্থী শিবিরে। প্রথম দফায় ৫২ পরিবারকে বান্দরবান সীমান্ত থেকে উখিয়ায় শরনার্থী শিবিরে নেয়া হলেও অন্যান্য পরিবারগুলো সেখান থেকে যেতে অনিহা প্রকাশ করছে।

তারা বলছে, উখয়ার শরনার্থী শিবিরে পর্যান্ত জায়গা ও বাসস্থানের অভাব রয়েছে।