যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে আরিচা, পাটুরিয়া ঘাটে

যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে আরিচা, পাটুরিয়া ঘাটে

শেয়ার করুন

IMG_20210719_124122

।। মোঃসোহেল রানা,মানিকগঞ্জ ।। 
ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের  চাপ  বাড়তে শুরু করেছে মানিকগঞ্জের পাটুরিয়া – দৌলতদিয়া নৌ-রুটের পাটুরিয়া ও আরিচা- কাজীরহাট নৌ-রুটের আরিচা ফেরিঘাটে।
আজ মঙ্গলবার (১৯ জুলাই) পাটুরিয়া ঘাটের বাসটার্মিনাল, লঞ্চ ও ফেরিতে যাত্রীদের ঈদে ঘরমুখো যাত্রীদের ভীড়  দেখা গেছে। এছাড়া একই চিত্র দেখাগেছে আরিচা লঞ্চ ও ফেরিঘাটে।
অন্যদিকে  ঘাট এলাকায় পারের অপেক্ষায় অর্ধশতাধিক পন্যবাহী ট্রাক,  শতাধিক  দূরপাল্লার বাস ও ২ শতাধিক ব্যক্তিগত গাড়ি প্রাইভেটকার, মাইক্রোবাস।
ঘাটের বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কতৃপক্ষ জানিয়েছেন, ঘাটের লঞ্চ ফেরিতে যাত্রীদের চাপ বাড়লেও, যানবাহনের তেমন চাপ নেই। তবে গার্মেন্টস ও কলকারখানা ছুটি হওয়ায় বিকেলের দিকে যাত্রী ও যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যেতে পারে বলে আশংকা তাদের।
পাটুরিয়া – দৌলতদিয়া নৌ- রুটে ১৫ টি ফেরি ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ৪ টি ফেরি এছাড়াও উভয় নৌ-রুটে ৩৩ টি লঞ্চের সাহায্যে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।