বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ: স্পিকার

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ: স্পিকার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রাতে রাজধানীর গুলশান বনানী সার্বজনীন পূজা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সব ধর্মই মানুষকে সুন্দরের কথা বলে। তিনি বলেন, মিয়ানমারে নির্যাতনের শিকার লাখ মানুষ বাংলাদেশে এসেছে।

আমরা তাদের পাশে দাড়িয়েছি। এটাই আমাদের ঐতিহ্য। আলোচনা শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গুলশান বণানী সার্বজনীন পুজা মণ্ডপ ঘুরে দেখেন। তিনি আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন।