পাহাড় ধসে কয়েক ঘন্টার ব্যবধানে কক্সবাজারে ১০ জনের মৃত্যু। ঝুঁকিপুর্ন এলাকা থেকে...

পাহাড় ধসে কয়েক ঘন্টার ব্যবধানে কক্সবাজারে ১০ জনের মৃত্যু। ঝুঁকিপুর্ন এলাকা থেকে লোকজন সরিয়ে নেয়া হচ্ছে

শেয়ার করুন

Cox

।। কক্সবাজার প্রতিনিধি ।।

গভীর রাতে কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। এর আগে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ জন মারা যান। এ নিয়ে কয়েকঘণ্টার ব্যবধানে পাহাড় ধসে ১০ জন নিহত হলেন।
টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান: মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে পানখালী ভিলেজার পাড়ায় এ ঘটনা ঘটে। মাটির নিচে চাপা পড়ে যায় সৈয়দ আলমের পাঁচ সন্তান। সেখান থেকে প্রথমে দুই জন ও পরে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়। অতিবর্ষণে বাড়ির পাশের পাহাড় ধসে সৈয়দ আলমের বসত ঘরে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

এর আগে মঙ্গলবার সকালে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ২ পরিবারের ৩ শিশুসহ ৫ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো ২ জন। এদিকে, পাহাড় থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।