নীলফামারীতে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান, বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

নীলফামারীতে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান, বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

শেয়ার করুন

Nilphamari-1
।। নীলফামারী প্রতিনিধি ।।

নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালিয়েছে র‌্যাব।

শনিবার ভোর থেকেই নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া পুটিহারি মাঝাপাড়া এলাকার ওই বাড়িটি ঘেরাও করে রাখে র‌্যাব। এ সময় পুলিশও আশপাশে অবস্থান নেয়।

খবর পেয়ে ঢাকা থেকে র‌্যাবের বোমা নিস্ক্রিয়কারী দল সেখানে গিয়ে আইইডি সদৃশ বিস্ফোরক দ্রব্য শনাক্ত করেছে। বিস্ফোরক দ্রব্যটি নিস্ক্রিয় করার কাজ চলছে।

র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের মাধ্যমে বাড়িটি শনাক্ত হওয়ার পর মধ্যরাতে সেখানে র‌্যাব অভিযান চালায়। বাড়ির মধ্যে ৫ থেকে ৬ জন জঙ্গি ও বেশ কিছু বিস্ফোরক দ্রব্য রয়েছে বলেও ধারণা করছেন র‌্যাব কর্মকর্তারা।

অভিযান শেষে ব্রিফিংয়ে এ বিষয়ে জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব।