নিরাপত্তার দাবিতে আন্দোলনে ময়মনসিংহ মেডিকেলের শিক্ষার্থীরা

নিরাপত্তার দাবিতে আন্দোলনে ময়মনসিংহ মেডিকেলের শিক্ষার্থীরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

কলেজ হোষ্টেলে নিরপত্তার দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো ক্লাশ বর্জন করে বিক্ষোভ করেছে ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, শহরের বাঘমারায় মেডিকেল কলেজের ছাত্র এবং মহিলা হোষ্টেলে নিরাপত্তা, হোষ্টেল গেইট সংস্কার, সিসি ক্যামেরা ও পুলিশ ক্যাম্প স্থাপন, প্রাচীর দেয়াল উচু করা, বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা এবং পর্যায়ক্রমে হোষ্টেলগুলোকে মেডিকেল কলেজের কাছাকাছি স্থানান্তরের দাবিতে আজও সকাল থেকে তারা এই কর্মসূচি পালন করছে।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাশ বর্জন ও আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। গত ৮ সেপ্টেম্বর সন্ত্রাসীরা শহরের কৃষ্টপুর এলাকার এক যুবককে অপহরণের পর হত্যার ঘটনায় শিক্ষার্থীরা নিরাপত্তার দাবিতে গতকাল থেকে এই আন্দোলন শুরু করে।