নর্থ সাউথের প্রতিষ্ঠাতা রাগীব আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নর্থ সাউথের প্রতিষ্ঠাতা রাগীব আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেয়ার করুন

 

সিলেট প্রতিনিধি :

সিলেটের শিল্পপতি, নর্থ সাউথ ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা রাগীব আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার সকালে মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরু এই এই আদেশ দেন। সিলেটের তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাতের দুই মামলায় এ পরোয়ানা জারি করা হলো।

রাগীব আলী ছাড়াও তাঁর ছেলে আবদুল হাই, আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদ, জামাতা আবদুল কাদির, মেয়ে রুজিনা কাদির ও সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত ১০ জুলাই আদালতে দুটি মামলার অভিযোগপত্র দেয় পুলিশ।

মঙ্গলবার অভিযোগপত্রের শুনানির তারিখ থাকলেও রাগীব আলী অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে সময় প্রার্থনা করেন। আদালত তা নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।