নতুন এফটিপিতে লাভবান হতে যাচ্ছে বাংলাদেশ

নতুন এফটিপিতে লাভবান হতে যাচ্ছে বাংলাদেশ

শেয়ার করুন

CRICKET-WT20-2016-BAN-NZL

স্পোর্টস ডেস্ক:

২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ক্রিকেটের নতুন ফিউচার টুর প্লান-এফটিপি প্রকাশ করেছে আইসিসি। এই সূচীতে এবার লাভবান হতে যাচ্ছে বাংলাদেশ। নতুন এফটিপিতে আগের চেয়ে দুইটি টেস্ট টেস্ট বেশি খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা।

৫ বছরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারতের পর সর্বোচ্চ ৩৫ টেস্ট খেলবে বাংলাদেশ দল। এছাড়াও ৪৫ ওয়ানডে এবং ৪২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সাকিব-মুশফিকরা। নতুন সূচিতে ২০১৯-২০ সালে ভারতে টেস্ট ও ওয়ানডের পূর্নাঙ্গ সফর আছে বাংলাদেশের।

২০২২-২৩ মৌসুমে ফিরতি সফরে বাংলাদেশে আসবে ভারত। অবশ্য সার্বিকভাবে টেস্টের সংখ্যা কমানো হয়েছে নতুন এফটিপিতে। যেখানে আগের সূচিতে ২৩৮টি টেস্ট থাকলেও টেস্ট খেলা হবে ১৭৫টি। আইসিসির নতুন ভবিষ্যৎ সফর সূচি প্রস্তাব করেছে ভারত এবং সম্মতি দিয়েছে বাকি সদস্য দেশগুলো।

তবে, আনুষ্ঠানিক অনুমোদন পাবে ফেব্রুয়ারিতে প্রধান নির্বাহীদের সভায় উপস্থাপনের পর।