দুর্নীতির সাথে আপোষ নয়- নবনিযুক্ত প্রধান বিচারপতি

দুর্নীতির সাথে আপোষ নয়- নবনিযুক্ত প্রধান বিচারপতি

শেয়ার করুন

CJ
নিজস্ব প্রতিবেদক।।

দুর্নীতি একটি ক্যান্সার. তাই দুর্নীতির সাথে কোন আপোস করা হবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সংশ্লিষ্ট অফিসার বা স্টাফ কেউ দুর্নীতি করলে তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হবে বলেও ঘোষণা দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

তিনি আরো বলেন, দ্রুত শুনানির মাধ্যমে মামলা নিষ্পত্তি করতে সবাইকে পদক্ষেপ নিতে হবে। এছাড়া পুরানো মামলা নিষ্পত্তিতে সেল গঠন এবং সীমিত সম্পদ ও সামর্থ্যরে সর্বোচ্চ ব্যবহার করে জণগনের ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, ‘আঙুলে ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি।’

অন্যদিকে রায় ঘোষণার পর বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে পূর্ণাঙ্গ রায় দ্রুত হাতে পাওয়ার বিষয়ে প্রধান বিচারপতি  সুনির্দিস্ট পদক্ষেপ নিবেন বলে আশাবাদ  ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন।

এ সময় তিনি মামলাজট কমানো, বিচারবিভাগ থেকে দুর্নীতি দূর করা, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয়ে কাজ করার কথা বলেন।

নবনিযুক্ত প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ছাড়াও বারের সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলও বক্তব্য রাখেন।