ঢাকায় শুরু হচ্ছে ওআইসি-ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সম্মেলন

ঢাকায় শুরু হচ্ছে ওআইসি-ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সম্মেলন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

শনিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স বা ওআইসি-ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দু’দিনের সম্মেলন। এই সম্মেলনে ৪০টি দেশের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৫৭ টি মুসলিম দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সম্মেলনের আয়োজক হিসেবে, আগামী এক বছর ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের এই কমিটির সভাপতি থাকবে বাংলাদেশ।

এ সম্মেলনের একটি পর্ব থাকছে রোহিঙ্গা সমস্যা নিয়ে। যেখানে সংকট মোকাবেলায় মুসলিম দেশগুলোর করণীয় ঠিক করতে আলোচনা হবে। এছাড়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা সম্মেলনের আগের দিন শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।