ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে পাটুরিয়া ঘাটে

ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে পাটুরিয়া ঘাটে

শেয়ার করুন
Paturia_ghat_eid_Time_July 2021
।। মোঃ সোহেল রানা, মানিকগঞ্জ ।। 
 ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌ-রুটের পাটুরিয়া ঘাটে।
আজ বৃহস্পতিবার( ২২ জুলাই) নৌ-রুটের দৌলতদিয়া প্রান্ত থেকে ছেড়ে আসা লঞ্চ ফেরিতে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ দেখাগেছে পাটুরিয়া ঘাট এলাকায়। এছাড়াও ঘাটের বাসটার্মিনালে যাত্রীদের উপচেপড়া ভীড় দেখা যায়।অপরদিকে একই চিত্র দেখাগেছে আরিচা ঘাটে।
অন্যদিকে  ঈদের শেষেও রাজধানী ছেড়ে নাড়িরটানে বাড়িফেরা মানুষের চাপ অব্যাহত রয়েছে উভয় ঘাটের লঞ্চ ও ফেরিতে।
আরিচা- কাজীরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌ- রুটে ১৯ টি ফেরি,  ৩৩ টি লঞ্চ দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
ঘাটের বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কতৃপক্ষ জানিয়েছেন, আগামীকাল  থেকে ১৪ দিনের কঠোর লকডাউন।  এ সময় গণপরিবহন বন্ধ থাকবে। আর এ কারনেই ঘাটের উভয় প্রান্তে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। তবে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন রাখতে নৌবহরে পর্যাপ্ত সংখ্যক লঞ্চ ও ফেরি যুক্ত আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।