জিন্নাহর ছবি কেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে?

জিন্নাহর ছবি কেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে?

শেয়ার করুন

jinnahডেস্ক রিপোর্ট:

ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ হলে পাকিস্তানের স্থপতি মোহম্মদ আলী জিন্নাহর একটি ছবি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ছবিটি কেন এখনও বিশ্ববিদ্যালয়ে রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির স্থানীয় সাংসদ সতীশ গৌতম।

তিনি বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তারিক মনসুরকে চিঠি দিয়েছেন।

বিজেপির এই সাংসদ বলেন, বিশ্ববিদ্যালয়ে যদি বিশিষ্ট মানুষের ছবি রাখতে চায়, তবে এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ ও জমিদানকারী মহেন্দ্র প্রতাপ সিংয়ের ছবি রাখতে পারে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সহসভাপতি ফাইজাল হাসান জানান, জিন্নাহর ছবিটি ১৯৩৮ সাল থেকে রয়েছে। এখন সরকার যদি ছবিটি সরাতে বলে, তবে তা নিয়ে ভাবা যেতে পারে।

ছাত্র সংসদের বর্তমান সহসভাপতি মাশকুর আহমেদ বলেন, বিজেপির সাংসদ সতীশ গৌতমের উচিত ছিল, চিঠিটি উপাচার্যকে না পাঠিয়ে ছাত্র সংসদে পাঠানো। কারণ, ছবিটি ছাত্র সংসদের মিলনায়তনে টাঙানো রয়েছে।