কাশ্মীর সমস্যা সমাধানে চীনের প্রস্তাব প্রত্যাখ্যান ভারতের

কাশ্মীর সমস্যা সমাধানে চীনের প্রস্তাব প্রত্যাখ্যান ভারতের

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

কাশ্মীর সমস্যা সমাধানে চীনের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারত। এই ইস্যুতে অন্য কোনও দেশের হস্তক্ষেপ ছাড়া শুধু পাকিস্তানের সঙ্গে আলোচনার ওপর জোর দিয়েছে ভারত। এর আগে, পাকিস্তান এবং ভারতের মধ্যকার সম্পর্কোন্নয়নে ‘গঠনমূলক ভূমিকা’ রাখার প্রস্তাব দেয় চীন।

বিশেষ করে বিবাদপূর্ণ কাশ্মীরে পারমাণবিক শক্তিধর দুই দেশের সীমান্ত লাইন অব কন্ট্রোল নিয়ে যে উত্তেজনা চলছে, তা নিরসনে কাজ করতে চায় চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, ভারত এবং পাকিস্তান দক্ষিণ এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ দেশ। কিন্তু কাশ্মীর সমস্যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল ভাগলে বলেন, নির্দিষ্ট একটি দেশের মদদে সীমান্তের ওপাড় থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, যা এই অঞ্চলের এবং সারা বিশ্বের শান্তি ও নিরাপত্তাকে হুমকিতে ফেলছে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেন, তার দেশ আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যা সমাধানে বিশ্বাসী।