কাকরাইলে মা-ছেলে হত্যার দায় ‘স্বীকার’ করেছে জনি

কাকরাইলে মা-ছেলে হত্যার দায় ‘স্বীকার’ করেছে জনি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

কাকরাইলে জোড়া খুনের দায় স্বীকার করেছে ওই বাড়ির গৃহকর্তার তৃতীয় স্ত্রীর ভাই আল আমিন ওরফে জনি। বিকেলে কারওয়ান বাজারে নিজেদের মিডিয়া সেন্টারে তাঁকে, গণমাধ্যমের সামনে হাজিরের পর এ দাবি করে র‍্যাব।

আজ ভোর রাতে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে জনিকে আটক করা হয়। গত বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে নিজ বাসায় খুন হন গৃহকর্ত্রী শামসুন্নাহার ও তাঁর তরুণ পুত্র শাওন। এ ঘটনায় শামসুন্নাহারের স্বামী আব্দুল করিম ও তাঁর তৃতীয় স্ত্রী শারমিন আক্তার মুক্তাকে আসামী করে মামলা করা হয়।

তাদের দু’জনকেই গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাদী নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী। র‌্যাব জানিয়েছে: করিম ও মুক্তার পরিকল্পনায় জনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল।