সাভারের বিরুলিয়ায় ব্যবসায়ও সুবাস ছড়াচ্ছে ফুলের বাজারে

সাভারের বিরুলিয়ায় ব্যবসায়ও সুবাস ছড়াচ্ছে ফুলের বাজারে

শেয়ার করুন

Savar Flower
সাভার প্রতিনিধি।।
সাভারের বিরুলিয়ায় জমে উঠেছে ফুলের বাজার। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই ফুল বাজারে চলে ফুল বেচা কেনা।
ব্যবসায়ীরা জানান, উপজেলার বিরুলিয়া ইউনিয়নের মোস্তাপাড়া ও শ্যামপুর বাজারে প্রতিদিন এই ফুলের বাজার বসে। এই বাজারে প্রায় প াশ জাতের গোলাপ ফুল পাওয়া যায়।
এছাড়া গোলাপের পাশাপাশি চন্দ্র মল্লিকা, গø্যাডিওলাসসহ নানা জাতের ফুল পাওয়া যায়। প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার ফুল বেচা কেনা হয়।
রাজধানীর বিভিন্ন এলাকার পাইকাররা এখান থেকে ফুল কিনে নিয়ে যায়। সন্ধ্যা শুরু হলেই বিভিন্ন বাগান থেকে ফুল নিয়ে আসেন চাষীরা বিক্রি করার জন্য।
সাভার উপজেলা কৃষি অফিসার নাজিয়াত আহমেদ জানান, দেশের ফুলের চাহিদার বেশির ভাগ পূরণ হয় সাভারের বিরুলিয়া গোলাপ বাজার গুলো থেকে।
এখানকার লাল মাটি ফুল চাষের জন্য উপযোগী হওয়া ব্যাপক হারে ফুল উৎপাদন হয়ে থাকে। তাই চারা রোপণ, বাগান পরিচর্যা ও কীটনাশক প্রয়োগসহ যাবতীয় বিষয়ে আমরা চাষিদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছি।