শিক্ষার্থীদের বেতন ৩০ শতাংশের বেশি বাড়ানো যাবে না

শিক্ষার্থীদের বেতন ৩০ শতাংশের বেশি বাড়ানো যাবে না

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষার্থীদের বেতন ৩০ শতাংশের বেশি বাড়ানো যাবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রে মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। অভিভাবকদের সঙ্গে আলোচনা করে বেতন বাড়ানোর সীমা নির্ধারণ করতে হবে বলেও জানানো হয়েছে পরিপত্রে।

এছাড়া, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণির শাখা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাড়ানো যাবে না। শ্রেণি শাখার অনুমোদন না থাকলে শিক্ষক-কর্মচারী নিয়োগ বৈধ হবে না।

শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নির্ধারণ করতেও নির্দেশনা দেয়া হয়েছে। একজন নন এমপিও শিক্ষকের বেতন ভাতা কোনোভাবেই সমস্কেলের এমপিওভুক্ত শিক্ষকের বেতনের বেশি হবে না বলেও জানানো হয়েছে পরিপত্রে।