রিও অলিম্পিক সাতারে যুক্তরাষ্ট্রের দাপট

রিও অলিম্পিক সাতারে যুক্তরাষ্ট্রের দাপট

শেয়ার করুন

RIOEC890AYR8Z_768x432

স্পোর্টস ডেস্ক :

মঙ্গলবার রিও অলিম্পিকে ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক আর মেয়েদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে অলিম্পিক রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের সাঁতারুরা। ব্যাকস্ট্রোকে রায়ান মারফি ও ব্রেস্ট স্ট্রোকে রেকর্ড গড়েছন লিলি কিং। অন্যদিকে, ছেলেদের ২ শ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছেন চীনের সান ইয়াং। আর মেয়েদের ১শ মিটার ব্যাকস্ট্রোকে সেরা হয়েছেন হাঙ্গেরির ক্যাতিনকা হোজ্জু।

অলিম্পিকে জনপ্রিয় ইভেন্টের একটি সাঁতার। রিওতে চতুর্থ দিনে সাঁতারের ভিন্ন ৪টি ক্যাটাগরিতে আধিপত্য দেখিয়েছে যুক্তরাষ্ট্র। সবমিলিয়ে ৬টি পদকের পাশাপাশি, এদিন দুটি অলিম্পিক রেকর্ড গড়েছেন মার্কিন সাঁতারুরা। যার শুরুটা হয় রায়ান মারফিকে দিয়ে।

ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ জিততে মারফি সময় নেন ৫১ দশমিক নয় সাত সেকেন্ড। ২০১২ লন্ডন অলিম্পিকে ম্যাথিউ গ্রিভার্স ৫২ দশমিক এক ছয় সেকেন্ড সময় নিয়ে রেকর্ড করেছিলেন। গ্রিভার্সের করা সেই রেকর্ড রিও অলিম্পিকে ভাঙলেন তারই স্বদেশী মারফি।
Capture.JPG112
রুপা জেতা চীনের জিয়াউ জু সময় নিয়েছেন ৫২ দশমিক তিন এক সেকেন্ড। আর ৫২ দশমিক চার শুন্য সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের ডেভিড ফ্লুমার।

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অলিম্পিক রেকর্ড আসে লিলি কিংয়ের কাছ থেকে। মেয়েদের ১শ মিটার ব্রেস্ট স্ট্রোকে রেকর্ড গড়েতে লিলি সময় নিয়েছেন ১ মিনিট শুন্য ৪ দশমিক নয় তিন সেকেন্ড। আগের রেকর্ডটি ছিলো ১ মিনিট শুন্য ৫ দশমিক এক সাত সেকেন্ড।

রুপা জেতা রাশিয়ান ইউলিয়া ইপিমোভা সময় নিয়েছেন ১ মিনিট শুন্য ৫ দশমিক ৫ শুন্য সেকেন্ড। বোঞ্জ জিতেছেন লিলির স্বদেশী কেট মেইলি। তিনি সময় নেন ১ মিনিট শুন্য ৫ দশমিক নয় তিন সেকেন্ড।

এদিকে, ১ মিনিট ৪৪ দশমিক ছয় ৫ সেকেন্ড সময়ে ছেলেদের ২শ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছেন চীনের সান ইয়াং। এই ইভেন্ট দ্বিতীয় হয়েছেন দক্ষিণ আফ্রিকার লি ক্লোস। ব্রোঞ্জ পেয়েছেন যুক্তরাষ্ট্রের কোনর।

মেয়েদের ১শ মিটার ব্যাকস্ট্রোকে সেরা হয়েছেন হাঙ্গেরির ক্যাতিনকা হজ্জু। স্বর্ণ জিততে তিনি সময় নেন ৫৮ দশমিক চার ৫ সেকেন্ড।