রাঙামাটিতে চলছে ভোট গ্রহণ, ভোটার উপস্থতি কম

রাঙামাটিতে চলছে ভোট গ্রহণ, ভোটার উপস্থতি কম

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায় , চলবে বিকেল ৪টা পর্যন্ত। নতুন নির্বাচন কমিশেনর অধীনে এটাই প্রথম কোন নির্বাচন।

সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থতি ছিলো কম। আইন শৃঙ্খলারক্ষায় কেন্দ্রগুলোতে বিজিবি, র‍্যাব ও পুলিশসহ ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনে মেয়র পদে ৩ প্রার্থী আওয়ামী লীগের মো. জাফর আলী খান, বিএনপির মো. ওমর আলী ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে আজিজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাধারণ কাউন্সিলার পতে ২৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনের পর নুরুল হুদা কমিশনের অধীনে ৬ মার্চ সিলেটের ওসমানী নগর, খাগড়াছড়ির গুইমারা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচন রয়েছে। এরপর ২২ মার্চ অনুষ্ঠিত হবে গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচন।