মংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল

মংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল

শেয়ার করুন

Capture

মংলা প্রতিনিধি :

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের কারণে প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর মংলা বন্দরে আবারও পণ্য বোঝাই খালাস কাজ শুরু হয়েছে। ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত কিছুটা কমে যাওয়ায় বৃহস্পতিবার ভোর রাত থেকে শুরু হয়েছে পণ্য বোঝাই খালাস কাজ ।

মংলা বন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপক (ট্রাফিক) আব্দুস ছালাম বলেন, তিন নম্বর সতর্কতা সংকেতের মধ্যেও মংলা বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকে। তবে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অব্যাহত থাকায় মঙ্গলবার রাত ১১টা থেকে জাহাজে মাল বোঝাই খালাস কাজ বন্ধ ছিল।

ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত কিছুটা কমায় বৃহস্পতিবার ভোর রাত থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। তবে বৃষ্টির কারণে কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। মৌসুমী নিম্নচাপের কারণে মংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত বলবত রেখেছে আবহাওয়া অফিস।

নিম্নচাপের প্রভাবে এদিকে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে ওঠায় মাছ ধরতে যাওয়া জেলেরা সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে আশ্রয় নিয়েছে।