বেসিক ব্যাংক কেলেঙ্কারী নিয়ে দুদকের জিজ্ঞাসাবাদ শুরু

বেসিক ব্যাংক কেলেঙ্কারী নিয়ে দুদকের জিজ্ঞাসাবাদ শুরু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বেসিক ব্যাংকের কেলেঙ্কারি অনুসন্ধানে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সাবেক দুই সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সোমবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে এই জিজ্ঞাসাবাদ শুরু হয়।

২০১৩ সালে নামে বেনামে ঋণের মাধ্যমে সাড়ে ৩ হাজার কোটি টাকা লুটপাটের এ ঘটনায় রাজধানীর পল্টন, মিতিঝিল ও গুলশান থানায় ১২০ জনকে আসামী করে ৫৬টি মামলা করা হয়।

২০১৫ সাল থেকে এ ঘটনার তদন্ত করছে দুদক। এ কেলেঙ্কারীর পেছনে মুল হোতা হিসেবে আলোচিত ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে ৪ ডিসেম্বর দুদক তলব করেছে।