‘বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড চায়, কিন্তু নিজেরাই উস্কানিমূলক বক্তব্য দেয়’

‘বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড চায়, কিন্তু নিজেরাই উস্কানিমূলক বক্তব্য দেয়’

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড চায়,  কিন্তু উস্কানিমূলক বক্তব্য দিয়ে  নিজেরাই রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করে তুলছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজার টাচ্‌ এন্ড গো সিস্টেমে টোল আদায় পদ্ধতির উদ্বোধন শেষে  তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, দেশের রাজনীতিতে পালিয়ে যাওয়ার রেকর্ড একমাত্র বিএনপিরই আছে।

ওয়ান ইলেভেনের সময় তাদের এক নেতা রাজনীতি করব না বলে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়ে আজ পর্যন্ত দেশে ফেরননি। দেশে প্রথমবারের মত টাচ এন্ড গো পদ্ধতিতে টোল আদায়ের ফলে মহাসড়কে যানজটসহ বাড়তি ঝামেলা ও সব ধরণের জটিলতার সমাধান হবে বলে জানান ওবায়দুল কাদের।