প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না ফ্রাসোয়াঁ ওলাদ

প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না ফ্রাসোয়াঁ ওলাদ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

আগামী বছর হতে যাওয়া ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে না লড়ার ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। নির্বাচনকে সামনে রেখে চালানো জনমত জরীপে, নিজের জনপ্রিয়তায় ভাটার আভাস মিললে, আকষ্মিকভাবেই এই ঘোষণা দেন ওলাঁদ।

বৃহস্পতিবার দেয়া বিবৃতিতে ৬২ বছর বয়সী এই নেতা বলেন, আগামী নির্বাচনে আর লড়াইয়ে থাকছেন না তিনি। সামনের মাসগুলোতে তার একমাত্র লক্ষ্যই হবে, দেশকে এগিয়ে নেয়ার বিষয়ে কাজ করে যাওয়া। সাম্প্রতিক বছরগুলোতে বেশ সন্ত্রাসী হামলার ঘটনা, বেকারত্বের হার বৃদ্ধি এবং ওলাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিব্রতকর তথ্য ফাঁস হয়ে পড়ায়, তার জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে।

বুধবার প্রকাশিত নতুন এক জরিপের ফলাফলে দেখা গেছে, আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠেয় প্রথম দফার নির্বাচনে মাত্র ৭ শতাংশ ভোটার ওলাঁদকে সমর্থন জানানোর কথা জানান। ২০১২ সালে ডানপন্থী প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পরাজিত করে ওলাঁদ ক্ষমতায় আসেন।