নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত চালানো অবৈধ: হাইকোর্ট

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত চালানো অবৈধ: হাইকোর্ট

শেয়ার করুন

এটিএন টাইমস:

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত চালানো অবৈধ বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ রায়ে বলেছেন, এ রকম আদালত সংবিধানের মারাত্মক লঙ্ঘন।

রায়ে বলা হয়, ২০০৯ সালে করা ভ্রাম্যমাণ আদালত আইন সংবিধানের সঙ্গে মারাত্মকভাবে সাংঘর্ষিক। কারণ, সংবিধান বিচার করার ক্ষমতা শুধু বিচার বিভাগকে দিয়েছে। এবং মাসদার হোসেন মামলার রায় অনুযায়ী ২০০৭ সালেই বিচার বিভাগ স্বাধীন হয়েছে। তাই দেশে কোথাও জেলা ম্যাজিস্ট্রটরা ভ্রাম্যমাণ আদালত চালাতে পারেন না।

২০১১ সালে কামরুজ্জামান খান নামে এক ব্যবসায়ীকে ১০ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তিনি তখন ভ্রাম্যমাণ আদালতের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। এরকম আরও তিনটি রিটের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রায় দেন হাইকোর্ট।