নিজেদের এগিয়ে রাখছেন মোসাদ্দেক

নিজেদের এগিয়ে রাখছেন মোসাদ্দেক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের এই কন্ডিশনে ইংল্যান্ডকে নয়, নিজেদেরকে এগিয়ে রাখছেন বাংলাদেশ দলের নতুন মুখ মোসাদ্দেক হোসেন সৈকত। আফগানিস্তান সিরিজের পর একদিন বিরতি দিয়ে আজই অনুশীলনে নেমে পড়েন মাশরাফি-সাকিব-তামিমরা।

এদিকে, বাংলাদেশের কন্ডিশনে নিজেদের মানিয়ে নিয়ে সকালে একাডেমি মাঠে অনুশীলন করেছে ইংল্যান্ডও।

mosaddek-hossain মোসাদ্দেক হোসেন সৈকতঘরের মাঠে এখন বলতে গেলে অপ্রতিরোধ্য বাংলাদেশ। শেষ ছয় সিরিজে প্রত্যেকটিতেই যে পেয়েছে মাশরাফি-সাকিব-তাসকিনরা। ঘরের মাঠে টাইগারদের এমন পারফরমেন্স আত্মবিশ্বাস তো বাড়াবেই দলটিকে। তবে এবার সামনে ইংল্যান্ড। যারা শেষ দশ ম্যাচে ৭টিতেই জয় পেয়েছে। এমন  পারফরমেন্সের পরও, ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন দলটির নতুন তুর্কী  মোসাদ্দেক হোসেন সকৈত।

দুদিন আগেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে বাংলাদেশ। সে সিরিজে দারুণ প্রতিরোধে পড়লেও শেষ পর্যন্ত ২-১ এ সিরিজ জিতে নেন টাইগাররা। অল্প কয়েকদিনের ব্যবধানে সিরিজ খেললেও কোনো চাপে পড়বে না বাংলাদেশ, এমনটাই মনে করছেন মোসাদ্দেক।

অভিষেকে এসেই সৈকত জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ দলে নিজের অবস্থানটা পাকা করতেই এসেছে। আফগানদের বিপক্ষে ব্যাট-বলে দুই জায়গায় পারফর্ম করা সৈকত; ক্লাবে চার-পাঁচে ব্যাট করলেও বাংলাদেশ দলে লোয়ার অর্ডারের ব্যাটসম্যান তিনি।

এদিকে, বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে নামার আগে মিরপুরে অনুশীলন করেছে ইংল্যান্ড দলও। তবে, বাংলাদেশের গরম অনেকটাই নাজেহাল করেছে ইংলিশ শিবিরকে।