দেশের বিভিন্ন নদীতে পানি বৃদ্ধি অব্যাহত

দেশের বিভিন্ন নদীতে পানি বৃদ্ধি অব্যাহত

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

আজো দেশের বিভিন্ন নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বিপদসীমার উপর দিয়ে বইছে লালমনিরহাট, নীলফামারী, জামালপুর এবং সিরাজগঞ্জে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গো-খাদ্য সংকট।

লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নিচু এলাকাগুলো। এতে ডিমলা উপজেলার ও জলঢাকা উপজেলার অন্তত ১০টি ইনিয়নের বেশ ক’টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেহাজার হাজার মানুষ। জামালপুরের যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাড়ি-ঘর ও রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় দুর্ভোগে পড়েছে পানিবন্দি মানুষ। এদিকে বন্যা দুর্গত এলাকায় কাজ করার জন্য ৭৭টি মেডিকেল টিম গঠন করেছে জেলা স্বাস্থ্যবিভাগ। সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিসি’তি অপরিবর্তিত রয়েছে। বিপদ সীমার এখন ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি।